
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) পরিবার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিক এক বার্তায় এই শোক জানানো হয়।
শোক বার্তায় বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) পরিবার। অ্যাটকোর পক্ষ থেকে তার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। একই সাথে পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।