News update
  • Teesta Bundh ‘renovation’ in Rangpur turns into a 'sand bonanza'     |     
  • সমুদ্র থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ     |     
  • AL Found Organisationally Involved in BDR Carnage: Taposh Key Coordinator     |     
  • Trump calls Venezuelan airspace ‘closed,’ Maduro denounces ‘colonial threat’     |     
  • Bangladesh’s potato powerhouse status to be showcased in festival     |     

ডিআরইউর সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-12-01, 7:03am

untitled-1-2511301341-3eaa65e2cdbdfea7e9c9766df506f5611764551099.jpg




ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালেহ আকন এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মাইনুল হাসান সোহেল।

রোববার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট, তার নিকটতম প্রার্থী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট, তার নিকটতম প্রার্থী ময়নুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে মেহদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল (বিনা প্রতিদ্বন্দ্বিতা), অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না নির্বাচিত হয়েছেন।

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।