
৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।
এদিকে, তারেক রহমানকে স্বাগত জানাতে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পথ ধরে দীর্ঘ সময় অপেক্ষা করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সদস্যরা।
একই রঙের পাঞ্জাবি ও শাড়ি পরিহিত শিল্পীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। আনন্দ, উচ্ছ্বাস ও প্রত্যাশার মেলবন্ধনে স্বাগত মুহূর্তটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ।
জাসাসের সঙ্গে উপস্থিত ছিলেন ইথুন বাবু, সাজ্জাদ হোসেন পলাশ, গামছা পলাশ, পরানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিল্পীরা। তারা শুধু সাংস্কৃতিক উপস্থিতিই নয়, বরং দোয়া ও প্রার্থনার মাধ্যমে তারেক রহমানের নিরাপত্তা, দেশের গণতন্ত্র এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবার এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও প্রার্থনা করা হয়। এ সময় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা হাততালি ও উল্লাসে অংশ নেন, আর জাসাসের শিল্পীরা সংগীত ও সাংস্কৃতিক অভিব্যক্তির মাধ্যমে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলেন।
জাসাস নেতা ইথুন বাবু বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। আপনারাও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য, তার পরিবারের জন্য এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
উপস্থিত সকলেই এই প্রার্থনায় অংশ নিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।