News update
  • Developing countries united for a Just Transition Mechanism     |     
  • UN Warns of Worsening Hunger Crisis Threatening Millions     |     
  • Alamdanga’s disabled Zahurul sees the world through his hands     |     
  • Touhid dismisses Indian media reports linking Dhaka for Delhi blast     |     
  • IOM, HCI partner to combat human trafficking in Rohingya camps     |     

যে ৩ গ্রেডের শিক্ষক-কর্মচারীরা তুলনামূলক বাড়ি ভাড়া বেশি পাবেন

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-10-19, 1:35pm

fsddsfdsfsd-a627e4908befabed8289d42e51da49d41760859338.jpg




বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভক্ত শিক্ষকরা-কর্মচারী। গত আগস্ট মাসে তারা ঢাকায় মহাসমাবেশ করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার দাবি তোলেন। এরপর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষকরা। তারা বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে দেওয়াসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন।

টানা আটদিন আন্দোলনের পর রোববার (১৯ অক্টোবর) সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়। সরকার বলছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

এদিকে, বাড়ি ভাড়া ভাতা ন্যুনতম ২ হাজার টাকা বিবেচনায় গ্রেড অনুযায়ী সবচেয়ে বেশি ২৪ দশমিক ৪ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাবেন ২০ গ্রেডের শিক্ষক-কর্মচারীরা। এরপর যথাক্রমে ১৯ গ্রেডের শিক্ষকরা ২৩ দশমিক ৫ শতাংশ এবং ১৮ গ্রেডের শিক্ষকরা ২২ দশমিক ৭ শতাংশ পাবেন।

এ ছাড়া ১৭ গ্রেডের ২২ দশমিক ২ শতাংশ, ১৬ গ্রেডের ২১ দশমিক ৫ শতাংশ, ১৫ গ্রেডের ২০ দশমিক ৬ শতাংশ, ১৪ গ্রেডের ১৯ দশমিক ৬ শতাংশ, ১৩ গ্রেডের ১৮ দশমিক ২ শতাংশ, ১২ গ্রেডের ১৭ দশমিক ৭ শতাংশ, ১১ গ্রেডের ১৬ শতাংশ, ১০ গ্রেডের ১২ দশমিক ৫ শতাংশ, ৯ গ্রেডের ৯ দশমিক ১ শতাংশ, ৮ গ্রেডের ৮ দশমিক ৭ শতাংশ, ৭ গ্রেডের ৬ দশমিক ৯ শতাংশ, ৬ গ্রেডের ৫ দশমিক ৬ শতাংশ এবং ৫ ও ৪ গ্রেডের শিক্ষক-কর্মচারীরা পাবেন ৫ শতাংশ।

শিক্ষকদের এ বাড়ি ভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করেছে সরকার। সেগুলো হলো-

 ১. বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।

২. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।

৩. বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না।

৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে। 

 ৫. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।

৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, পাঁচ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।আরটিভি