News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ: বাড়ছে

রোগবালাই 2025-06-17, 11:39pm

dengue-mosquito-fdb2cc5e20d98498fdcb8ec437bd07e01750181989.jpg

Dengue mosquito



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ৪/৫ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা স্কুল খোলার দিন থেকে সচেতনতা মূলক পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে কোন প্রতিষ্ঠান এখনো পর্যন্ত সর্তকতা মূলক কোন পদক্ষেপে মাইকিং কিংবা কোন নোটিশ জারী করতে শোনা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডা. জুনায়েত হোসেন লেলিল বলেন' ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা ক্রমশ: বাড়ছে। তবে প্রতিদিনই ৪/৫ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.রহিম বলেন, স্কুল খুললে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে।

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, ইতোমধ্যে শিক্ষকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। - গোফরান পলাশ