
BML Logo
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ। বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজির আলী মোড়ল ও মহাসচিব কাজী আবুল খায়ের আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বলেন, সাধারণ একজন গৃহবধূ থেকে গণতন্ত্রের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক বিরাট শূন্যতা।
জাতি স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরীকে হারাল। আধিপত্যবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি চর্চা, নারীশিক্ষা ও জাগরণ, গণশিক্ষা, দেশের অর্থনৈতিক কাঠামো সুসংহত করা সহ সরকারী ও বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার অসাধারণ ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ রাখবে। কৃতজ্ঞতা ও ভালবাসা থেকে জনগণ তাকে জীবনে কোন নির্বাচনে পরাজিত হতে দেননি। এই ঈর্ষা থেকে পতিত ফ্যাসিস্ট হাসিনা তাকে মিথ্যা, বানোয়াট ও সাঁজানো প্রতিহিংসামূলক মামলায় দীর্ঘ দিন কারান্তরীন রেখে অত্যাচার ও জুলুম চালিয়েছেন। তথাপি তাকে তার আপোষহীন অবস্থান থেকে একবিন্দু টলাতে পারেনি। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১/১১ কালীন সময়ে তার দৃঢ়তা, ও পতিত ফ্যাসিস্ট রেজিমে তার অনড় ও দৃঢ় প্রত্যয়ী আপোষহীন অবস্থান গণতান্ত্রিক বিশ্বে তার অনেক উঁচু অবস্থান তৈরি করে দিয়েছে । বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ ও জাতি মাতৃতুল্য এক অভিভাবক হারানোর শোকে আজ মুহ্যমান। আল্লাহ তার দীর্ঘ দিনের জনকল্যাণের রাজনীতি এবং আন্দোলন-সংগ্রামকে জিহাদ হিসাবে গ্রহণ করে তাকে সম্মানিত করুন। আমিন। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। - প্রেস বিজ্ঞপ্তি