News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক

গনতন্ত্র মঞ্চের সাথে গণফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক

রাজনীতি 2025-12-06, 12:25pm

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951765002350.jpeg

Saiful Huq, general secretary , Biplabi Workers Party.



গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা  ৪ ডিসেম্বর রাতে তোপখানা রোড়ে  নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদূর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়  আগামী তিন মাসের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হককে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

সভায়  দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।সভায় বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে 

আলোচনা করা হয়।সভায় জাতীয় নির্বাচনে মঞ্চের প্রার্থীতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির কেন্দ্রীয় নেতা এডভোকেট কে এম জাবের মিয়া,, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানি  জনশক্তি পার্টির মহাসচিব ডঃ আবু ইউসুফ সেলিম প্রমুখ। 

গণতন্ত্র মঞ্চের সাথে গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক গণতন্ত্র মঞ্চের রাতের বৈঠকের আগে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

সভায় রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়েও তারা কথা বলেন।

এ বৈঠকে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী,  সভাপতিমণ্ডলীর সদস্য  এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, প্রচার - প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি