News update
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     
  • Sediment-borne fertility transforms northern Bangladesh     |     
  • 3 Armed Forces Chiefs, Jamaat Ameer visit Khaleda Zia at Hospital     |     
  • Army, Navy, Air Chiefs Visit Khaleda Zia at Dhaka Hospital     |     
  • EU, BDRCS, IFRC Partner to Strengthen Recovery of July Uprising Survivors     |     

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তার ঢাকায়

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-03, 4:12pm

khaaledaa_jiyyaa_sthitishiil_0-da616e4f560927908e3baf164513d4881764756756.jpg




গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। এর মাধ্যমে তাঁর (খালেদা জিয়া) চিকিৎসায় যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞ দলের কার্যক্রম আরও জোরদার হলো।

বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চীন থেকে অন্য একটি বিশেষজ্ঞ দলও আজই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এই বিদেশি বিশেষজ্ঞ দলগুলো বর্তমান মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্বরত মেডিকেল বোর্ড ও দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে আছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, আমরা আশা রাখি, দোয়া করি উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠবেন ইনশায়াল্লাহ।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

মঙ্গলবার বিএনপি চেয়ারপাসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান।

খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন। তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত রোববার (২৩ নভেম্বর) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সর্বক্ষণ মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে তিনি যোগাযোগে সমন্বয় করছেন।