News update
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     

ধারাবাহিক স্যাবোটাজ উদ্বেগ বেড়েছে ফাতিমা তাসমিন জুমার

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-10-19, 10:05pm

rewrewrewrww-590c5dfcfd4e8145a6dff3cccd7817b31760889901.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ ঢাবি শাখার সদস্য সচিব ফাতিমা তাসমিন জুমা দাবি করেছেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ধারাবাহিক স্যাবোটাজ ও অগ্নিকাণ্ড ঘটছে; একইসঙ্গে জুলাই আন্দোলনের আহত ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সরকারের উদাসীনতা জনগণের উদ্বেগ বাড়িয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং দেশের সার্বিক নিরাপত্তাহীনতা বিষয়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফাতিমা তাসমিন জুমা দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও কার্যকারিতা স্পষ্ট না হলে এই সনদ কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে। দেশে চলমান অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোতে সাম্প্রতিক ঘটনাগুলোয় একটি কমন প্যাটার্ন দেখা যাচ্ছে—সব ঘটনাই অর্থনৈতিকভাবে সংবেদনশীল জায়গায় এবং সেসব স্থানে নিরাপত্তাহীনতা স্পষ্ট। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ডাকসুর এ নেত্রী জুলাইয়ে আহত, পঙ্গু বা চোখ হারানো যোদ্ধাদের ওপর পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পুলিশ সংস্কারের কথা বললেও আহতদের ওপর এখনো ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, যার প্রমাণ হিসেবে আতিকুল কাজীর ওপর হামলার ঘটনা উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ৭০০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে করা চারটি মামলার কথা উল্লেখ করে জুমা বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তারা এসব মামলায় সম্ভাব্য হয়রানি থেকে নিস্তার হওয়ার নিশ্চয়তা থাকা দরকার।

তিনি সরকারের উদ্দেশে বলেন, সরকারকে নিশ্চিত করতে হবে যে তারা জুলাই যোদ্ধাদের ওপর কোনো ধরনের হয়রানিমূলক মামলা চালাবে না এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

এসময় উপস্থিত ছিলেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবিরসহ অনেকে।আরটিভি