News update
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     

‘এই সময়ে’ প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর: বিএনপির মিডিয়া সেল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-23, 6:12pm

454523523-415e7091f4ff50024c018111aa8df4671758629543.jpg

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর



ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক বিজ্ঞিপ্তিতে এই দাবি করা হয়েছে।  

এতে বলা হয়েছে, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।’

বিজ্ঞিপ্তিতে আরও বলা হয়েছে, মির্জা ফখরুল একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।

পাশাপাশি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে সাংবদিকদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। সময়