News update
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     

সীমান্তে কাস্তে হাতে সেই কৃষককে স্মরণ করলেন নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-07, 6:02am

93047c7fce43f713d13bad48e85df9e1bac15a02e1a3cbe6-89d09eb4b57d4e4b18a7bb3eec0521881751846532.jpg




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে গত জানুয়ারিতে যখন বিজিবি-বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কাস্তে হাতে এক কৃষকের ছবি। বিজিবির সঙ্গে সীমান্তে প্রতিরোধ গড়া সেই কৃষকের নাম বাবুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ গিয়ে তাকে স্মরণ করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপির শীর্ষ নেতারা এখন চাঁপাইনবাবগঞ্জ সফরে আছেন। সেখানে রোববার (৬ জুলাই) সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে সীমান্তে প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান। যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি।

এর আগে দুপুর ২টায় জেলা শহরের শান্তিমোড় থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। এরপর বাতেন খাঁর মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় পথসভা। পথসভা শেষে এনসিপির জেলা কার্যালয়ের উদ্বোধন করেন নেতারা।

পথসভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাডভোকেট আলী নাছের খান, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকার, আরিফ সোহেল, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহাদীসহ অন্যরা।