News update
  • Renewables renewing economies, UN chief to top climate forum     |     
  • Migrant deaths in Asia hit record high in 2024, UN data show     |     
  • Journalist leaders protest NOAB's decision on Eid leave     |     
  • BNP seeks clear poll roadmap, blames Dr Yunus for ambiguity     |     
  • CA Dr Yunus in Hainan Province to attend Boao Forum for Asia     |     

আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বললেন, কোনো কমেন্ট করব না

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-22, 2:38pm

4532523523-92e6074f6dae9cf549fc41378ad496211742632731.jpg




দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে নানা বিষয় নিয়ে কথা হলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শনিবার (২২ মার্চ) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না। দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না। থ্যাংক ইউ।

তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।আরটিভি