News update
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     

যারা আমাদেরকে নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-03-15, 8:31pm

retrtwr4-8f301fa2fed1cfe244b5e035c7b840c11742049099.jpg




যারা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ আর দেশে ফিরে রাজনীতি করুক জামায়াতে ইসলামী তা চায় না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে৷ যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনও দেশ ছেড়ে পালায় না৷ গণঅভ্যুত্থানে অংশ নেয়া পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ থাকা উচিত নয়৷

এসময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিভিন্ন জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন তিনি।

সেইসঙ্গে জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা যাবে না। কারাবন্দি সাবেক জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা ৮ বছরের এক শিশুর নিরাপত্তা দিতে পারি নাই; এ লজ্জা আমার, এ দেশের, এ জাতির। আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান করেছিলাম, তা এখনও পূরণ হয় নি৷ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অনুপস্থিতির কারণে সমাজের আজ এতো অধঃপতন। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এজন্য বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি।

চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবারের ইফতার মাহফিলে বিএনপি, ইসলামীদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।আরটিভি