News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-12-13, 9:35am

rfwerqweqwe-407046d55a828e5d7fffb31340ef45d01765596920.jpg




ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি এক স্মরণসভা থেকে গ্রেপ্তার হন। যেখানে খসরু আলীকোর্দি নামের এক আইনজীবীর স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছিল। খসরু আলীকোর্দি এ মাসের শুরুতে মারা গেছেন এবং তার মরদেহ গত সপ্তাহে তার অফিস থেকে উদ্ধার করা হয়।

নার্গেস মোহাম্মাদি ২০২৩ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায়ই নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে বর্তমানে তিনি ৩১ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

নার্গেস মোহাম্মাদি ইরানের নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অদম্য লড়াই চালিয়ে আসছেন। তিনি বাক স্বাধীনতার অধিকার এবং মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন। তার এই সংগ্রাম ইরানের শাসকগোষ্ঠীর কাছে অসহনীয় হওয়ায় তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে। 

নোবেল কমিটি তার এই পুরস্কারকে ইরানের জনগণ এবং বিশেষ করে নারীদের মুক্তির আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করে। নার্গেস মোহাম্মাদির গ্রেপ্তার ইরানের মানবাধিকার পরিস্থিতির ওপর আবারও উদ্বেগ সৃষ্টি করেছে।