News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের রেকর্ড

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-06-20, 8:31am

0baeb6e46a65753a4e63c0be7e64ccd90bfafb7f54274649-8057d0fb9205178eadfdea18ca628ce71750386713.jpg




ছাত্র-জনতার আন্দোলনের বছর ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। ১২ মাসে জমা অর্থের পরিমাণ সাড়ে ৮ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১৯ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

আমানতের সুরক্ষা পাওয়ায় বিশ্বব্যাপী কদর রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের। যেখানে বিভিন্ন দেশ থেকে ধনী ব্যক্তিরা নিজ দেশ থেকে অর্থ সরিয়ে রাখেন বিভিন্ন সুইস ব্যাংকে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ ১৪৯ টাকা ৬৯ পয়সা হিসাবে যা দাঁড়ায় ৮ হাজার ৮৩৪ কোটি টাকায়।

অথচ আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে যার পরিমাণ ছিল মাত্র এক কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ বা ২৬৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৮ হাজার ৫৭০ কোটি টাকা। এক বছর আগের তুলনায় যা ৩৩ গুণ বেশি।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত রাখার ক্ষেত্রে গেল ৫ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।

সুইস ন্যাশনাল ব্যাংক এমন বিদেশি আমানতের চিত্র তুলে ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এলেও নির্দিষ্ট গ্রাহকের তথ্য প্রকাশ করে না।

প্রতিবেদন বলছে, গেল ১০ বছরের মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ আমানত জমেছিল ২০২১ সালে; যার পরিমাণ ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ, যা ইতিহাসে সর্বোচ্চ।