News update
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     

১১.১১ সেলে নতুন দারাজমল: আসল পণ্যে নিশ্চয়তা ও তিনগুণ ক্যাশব্যাক

থাকছে মানসম্মত পণ্যের গ্যারান্টি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং আরও নির্ভরযোগ্য ও দ্রুত ডেলিভারি

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-10-31, 1:42pm

dfewrewrewr-02bbe47e954eda1c6753d78988c1daa91761896575.jpg




দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ, আসন্ন ১১.১১ সেল উপলক্ষে তাদের অফিশিয়াল ব্র্যান্ড চ্যানেল দারাজমল-এ এনেছে নতুন অভিজ্ঞতা। নতুনভাবে সাজানো দারাজমলে এখন থাকছে ‘অথেনটিসিটি গ্যারান্টি’, যেখানে ক্রেতারা পণ্যের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। যদি কোনো পণ্য আসল না হয়, তাহলে ক্রেতারা পাবেন তিনগুণ পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ (শর্ত প্রযোজ্য)।

দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র ভার্চুয়াল মল হিসেবে দারাজমল ইতিমধ্যে ১,৫০০–এর বেশি ব্র্যান্ড এবং লক্ষাধিক গ্রাহকের আস্থা অর্জন করেছে। এখানে ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড লাইফস্টাইলসহ নানা ক্যাটাগরির দেশি–বিদেশি ব্র্যান্ড রয়েছে। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে ওয়ালটন, ইউনিলিভার, আরএফএল হাউসওয়্যার, বাটা উল্লেখযোগ্য। নতুন ডিজাইনে দারাজমলের বেগুনি রঙের উজ্জ্বল প্যালেট তুলে ধরেছে আসল পণ্যের প্রতি তাদের নতুন ফোকাস ও উদ্ভাবনী ভাবনা।

দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার ও দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন,“দারাজমল আমাদের ব্যবসায়িক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। এখানেই স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি ত্বরান্বিত করছে। আমাদের ‘অথেনটিসিটি গ্যারান্টি’ অনলাইন ক্রেতাদের আস্থা আরও শক্তিশালী করবে।”

দারাজমলে ক্রেতারা পাচ্ছেন একাধিক পেমেন্ট অপশন, এক্সক্লুসিভ কার্ড অফার, দ্রুত কাস্টমার সার্ভিস, প্রায়োরিটি রিটার্ন এবং সুবিধাজনক ডোর-টু-ডোর ডেলিভারির সুবিধা। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে আস্থার সঙ্গে ব্র্যান্ড কেনাকাটার নির্ভরযোগ্য গন্তব্য।

এই ১১.১১ ক্যাম্পেইনে দারাজমলে থাকছে ১ কোটি ১৭ লক্ষেরও বেশি পণ্যে আকর্ষণীয় অফার। তিনগুণ ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০% পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার—সব মিলিয়ে থাকবে উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য মিশ্রণ। এছাড়া ক্রেতারা উপভোগ করতে পারবেন দুই দিনের মধ্যে দ্রুত ডেলিভারি ও ১৪ দিনের ঝামেলামুক্ত রিটার্ন সুবিধা।

রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন চেন বলেন,“দারাজের সঙ্গে আমাদের সফল যাত্রা আরও এগিয়ে নিতে পেরে আমরা রোমাঞ্চিত। আসন্ন ১১.১১ সেলে রিয়েলমি সি৮৫ প্রো ও রিয়েলমি ১৫ সিরিজসহ জনপ্রিয় মডেলগুলো থাকছে চমকপ্রদ দামে। দারাজে রিয়েলমির অসাধারণ অফার জানতে চোখ রাখুন।”

সাধারণ সেলারদের তুলনায় দারাজমলে শুধু ভেরিফায়েড ব্র্যান্ড ও অথোরাইজড সেলাররাই কার্যক্রম পরিচালনা করতে পারে। তারা দারাজের ২ কোটিরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারছেন এবং ‘সুপার ব্র্যান্ড ডে’-এর মতো এক্সক্লুসিভ ইভেন্টে অংশ নিতে পারছেন।

দারাজমলের ভ্যালু-অ্যাডেড সার্ভিস ব্র্যান্ডগুলোর প্রবৃদ্ধি ত্বরান্বিত করছে—যেমন এআই-চালিত দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস), ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম ও দারাজ বিজনেস সলিউশনস (ডিবিএস)-এর পূর্ণ ই-কমার্স ম্যানেজমেন্ট সহায়তা।

বেন ই আরও বলেন,“আমরা ব্র্যান্ডগুলোর ভিজিবিলিটি, মার্কেটিং ও ফুলফিলমেন্ট সাপোর্ট দিয়ে তাদের ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করছি এবং দক্ষিণ এশিয়ার ক্রেতাদের অনলাইনে কেনাকাটার আরও উন্নত উপায় দিচ্ছি।”

ক্রেতারা দারাজ অ্যাপ বা ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘DarazMall’ চ্যানেল থেকে সহজেই দারাজমল খুঁজে পেতে পারেন। “মল” ব্যাজযুক্ত পণ্যগুলোই ভেরিফায়েড ব্র্যান্ড পার্টনারদের কাছ থেকে আসছে—যা দেয় আসল পণ্যের নিশ্চয়তা ও নির্ভরযোগ্য সেবা।