News update
  • Bangladesh-Japan FOC to Be Held in Tokyo on May 15     |     
  • Young Talents Shine at Inaugural Kidlon Junior Award 2025     |     
  • Italy to Hire More Bangladeshi Workers, Says Matteo Piantedosi     |     
  • Fire at Dhaka's Bailey Road building tamed after an hour     |     
  • BNP Prepares Grand Reception for Returning Chairperson Khaleda      |     

ফ্লাইট বন্ধ করল নভোএয়ার

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-05-03, 7:26am

0d3b38608e3161a16872875258b71872cdc409d28d4a0a52-8633618d6888acda7c7f16f3d90b63151746235610.jpg




সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল। শুক্রবার (২ মে) থেকেই সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধের বিষয়টি জানিয়েছে সংস্থাটির এক কর্মকর্তা।

তবে কতদিন বন্ধ থাকবে, নাকি একেবারেই বন্ধ হয়ে যাবে কার্যক্রম, তা নিশ্চিত করতে পারেনি নভোএয়ার।

তথ্য বলছে, লোকসানের কারণে এয়ারলাইসটি একেবারে বন্ধ হয়েও যেতে পারে। আপাতত ইন্সপেকশন রিপোর্ট আসার পর ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। এ সময়ের মধ্যে যাত্রীদের টিকিটের টাকাও  ফেরত দেয়া হবে বলে জানা গেছে।

নভোএয়ার সূত্র জানিয়েছে, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। কারণ সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি এই মাসেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বিমান বিক্রির ইনসপেকশন শুরু হয়েছে। মূলত অর্থ সংকটেই বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনাময় এয়ারলাইন্সটি।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়। সময়।