News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

হকারদের জন্য একটি জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নের দাবীতে “রেড কার্ড প্রদর্শন”

ব্যবসায় 2023-02-18, 10:59pm

street-hawkers-show-red-card-to-press-their-demand-for-rehabilitation-933f037243fc5bcda1b3f0885b2f1cee1676739568.jpg

Street hawkers show red card to press their demand for rehabilitation.



১৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং, শনিবার, ঢাকা: লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি এবং বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে হকারদের জন্য অবিলম্বে একটি জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নের দাবীতে আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে দেশের আপামর হকারদের অংশগ্রহণে দেশব্যাপী “অবিলম্বে হকারদের জন্য জাতীয় নীতিমালা ও আইন চাই সম্বলিত রেড কার্ড ” প্রদর্শনের উপলক্ষ্যে অদ্য সকাল ১১:০০ টায় সারাদেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে একসাথে সমাবেশ করেন।এর প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয় মিরপুর ১০ এর গোলচত্তরে । উক্ত সমাবেশে অংশগ্রহন করেন জনাব আবুল হোসাইন, সভাপতি, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ, লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারপারসন কামাল সিদ্দিকী, সেকেন্দার হায়াৎ, সাধারন সম্পাদক, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ, হারুন-উর-রশিদ, সদস্য সচিব, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ । এই সমাবেশের সভাপতিত¦ করেন জহিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ হকারস ইউনিয়ন পরিষদ।

বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি জনাব আবুল হোসাইন বলেন, সরকারের সাথে হকারদের বৈঠক দাবি করেন। হকার পেশা ভিত্তিক অর্থনীতি দেশের অবহেলিত ও বেকার শ্রেণীর মানুষের বেঁচে থাকার পথ দিয়েছে। আজ শুধু পুরুষ নয়, হাজার হাজার নারীও সমাজের বাধা-বিপত্তি উপেক্ষা করে জীবিকা নির্বাহের জন্য এই পেশায় যুক্ত হয়েছে। নগরীর ব্যস্ততম এলাকায় তারা তাদের পণ্যের পশরা নিয়ে বাজার ব্যবস্থা গড়ে তুলেছেন এবং মৌসুমী মেলায় তাদের সংখ্যা প্রায় পুরুষ হকারদের সমান। এই বিপুল সংখ্যক মানুষকে বিনা নোটিশে এবং তাদের জীবিকার বিকল্প এবং স্বল্প আয়ের লোকেদের সস্তা কেনাকাটার প্রতি আগ্রহ বিবেচনা না করেই ফুটপাত এবং কর্মক্ষেত্র থেকে যখন তখন অমানবিকভাবে হকারদের উচ্ছেদ করা হয়। যথাযথ পুর্নবাসনসহ হকাররা যাতে একটি আইনী কাঠামোর মধ্যে থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে তা এখন দেশের আপামর হকার তথা উপকারভোগী নি¤œ আয়ের মানুষের প্রাণের দাবী।

লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারপারসন কামাল সিদ্দিকী বলেন, এদেশে তাদের কর্ম ও জীবনের নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই, স্বার্থ রক্ষার কোনো আইন নেই। অথচ এর বিপরীতে এসব মেহনতী মানুষকে জীবিকা নির্বাহের মেহনত থেকে সরিয়ে দেওয়ার মতো মানবতাবিরোধী কিছু আইন আছে, আছে হয়রানি, অত্যাচার, নির্যাতন। ভারতের ফুটপাত খাদ্যের মূল্য ও মানের আন্তর্জাতিক সুনাম রয়েছে।

এই সমাবেশে তাদের সামনে মিরপুর ১০ এ হকার উচ্ছেদ অভিযান চলমান ছিল। সেকেন্দার হায়াৎ, সাধারন সম্পাদক, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে “অবিলম্বে হকারদের জন্য জাতীয় নীতিমালা ও আইন” দাবি করেন।

এই মর্মে ফুটপাতে হকারদের সকল সমস্যা সমস্যা সমাধান করাসহ হকারদের জন্য অবিলম্বে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের দাবীতে ১৮ ই ফেব্রুয়ারী ২০২৩ সকাল ১০.৩০ ঘটিকা থেকে ১১.৩০ ঘটিকায় হকারদের জন্য সরকারের কাছে জাতীয় নীতিমালা ও আইন প্রনয়ণের দাবিতে উত্তর ঢাকা সিটি (মিরপুর), ঢাকা মিরপুর ১০ গোলচত্তরে, গাজীপুর, নারায়ানগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা রেড কার্ড শো কার্যক্রম পরিচালনা করা হয়।

এই রেড কার্ড প্রদর্শনীর মাধ্যমে রাষ্ট্র ও সরকারের কাছে হকারদের দাবীসমূহ তুলে ধরা হয়: 

- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে

- পূনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না

- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য সরকারকে হকারদের নিবন্ধন করতে হবে

- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পেশাকে ”অর্থনৈতিক কাজ” হিসেবে স্বীকৃতি দিতে

হবে

- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচী নিশ্চিত করতে হবে

- হকার ও ফুটপাত ব্যবসায়ীদেরকে সার্বজনীন পেনশন সুবিধার আওতায় আনতে হবে

সংবাদ প্রেরক: ইসরাত জাহান, সমন্বয়কারী, লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি  মোবাইল +৮৮০১৯৩৬৫৫৯৩৩৪