News update
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     
  • Dense fog blankets Dhaka as wintry chill disrupts normal life     |     
  • BGB must maintain strategic relations with neighbours: Adviser     |     
  • Tarique’s nomination papers submitted for Dhaka-17 seat     |     
  • RAB seizes gunpowder, bomb-making materials in Chapainawabganj     |     

বাবা-মা বাসায় ফিরে আগে জেবুর খোঁজ নিতেন: জাইমা রহমান

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-12-29, 10:31am

reteytyrt-64282d25d489072a54edf964e58f46cf1766982672.jpg

জাইমা রহমানের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। ছবি : জাইমা রহমানের ফেসবুক থেকে নেওয়া



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান তার প্রিয় পোষা বিড়াল ‘জেবু’কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন। জেবুকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল দেখে তিনি যেমন অবাক হয়েছেন, তেমনি প্রকাশ করেছেন প্রাণীটির প্রতি তাঁর পরিবারের গভীর মমতা ও ভালোবাসার গল্প।

জাইমা রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, জেবু এখন তাঁদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, “জেবুকে যখন প্রথম ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় এনেছিলাম, তখন ভাবিনি সে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবে। এমনও হয়েছে, আমার আব্বু-আম্মু বাসায় ফিরে আগে জেবুর খবর নিয়েছেন, তারপর আমার!” তিনি জানান, তাঁর মা যখন বাগানে হাঁটতেন, জেবু তাঁর চারপাশে ঘুরে বেড়াত। আবার সন্ধ্যায় তারেক রহমানের অনলাইন মিটিং শেষ হওয়া পর্যন্ত সে তাঁর কোলে গুটিশুটি মেরে বসে থাকত। দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশে ফেরার এই দীর্ঘ যাত্রায় জেবুকেও সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা। জাইমা লিখেছেন, “যাঁরা প্রাণী পোষেন, তাঁরা জানেন পোষা প্রাণী নিয়ে বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে একেবারে নতুন একটা দুনিয়ায় এসেছে। ওর ছোট্ট প্রাণটার জন্য এই পরিবর্তনটা অনেক বড় আর কষ্টের।”

বিড়ালটি সম্পর্কে একটি মজার তথ্য শেয়ার করে জাইমা জানান, জেবু কখনো সাধারণ বিড়ালের মতো ‘মিউ মিউ’ করে না। এমনকি আলমারিতে আটকে গেলেও সে শব্দ করে না। বরং খুশি হলে পাখির মতো নরম স্বরে ডাকে। তবে অনুমতি ছাড়া কোলে নিলে বিরক্তি প্রকাশ করে এবং অপছন্দের বিড়াল দেখলে জোরে চিৎকার করে।

জাইমা রহমান বিশ্বাস করেন, প্রাণীর সেবা মানুষের মনে ধৈর্য ও মমতা তৈরি করে। তিনি বলেন, “যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক বেশি কিছু শিখে ফেলে। জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য ও বড়-ছোট সব প্রাণীর প্রতি মমতা শিখেছে।”

জাইমা রহমানের এই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তারেক রহমানের পরিবারের এই পশুপ্রেমের প্রশংসা করছেন।