News update
  • WHO Warns Global Surge in Antibiotic Resistance     |     
  • Dhaka stocks rebound after five-day losing streak     |     
  • Cox’s Bazar Airport Upgraded to International Status     |     
  • With $80 per capita Bangladesh is getting trappeded in climate debt     |     
  • Dhaka’s air recorded ‘unhealthy’ Monday morning     |     

তিন সপ্তাহ পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-10-12, 12:19pm

545345345-1a25282efdd7326abc7bbe5e0c5f200d1760249951.jpg




সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (১২ অক্টোবর) তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেদিনই তিনি বিদায় নেন।

সেই হিসেবে ২১ দিন পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়। মোখলেস উর রহমানকে সরানোর পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব‌ আবু শাহীন মো. আসাদুজ্জামান সচিবের রুটিন দায়িত্ব চালিয়ে আসছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৭ আগস্ট দুই বছরের চুক্তিতে সচিব নিয়োগ পান এহছানুল হক। এরপর তাকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে পদায়ন করা হয়। একদিন পর (১৮ আগস্ট) সিনিয়র সচিব হন তিনি। অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসরে গিয়েছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা এহছানুল হক।