News update
  • Khaleda Zia to Return Home Tuesday Morning     |     
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-05-03, 7:20pm

e3d15e44d1102c9ee6945149a2be933575a1f618641a4c3b-12ba3dd4b57b64f0be7ff8666b94e0201746278438.jpg




নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৩ মে) সকালে পতেঙ্গার খেজুরতলা বেড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

র‌্যাব জানায়, চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে প্রবেশ করতে শিশু-নারীসহ ৩৫ রোহিঙ্গা নাগরিক পতেঙ্গার খেজুরতলা বেড়ী এলাকায় অবস্থান নিয়েছিলেন। পরে গোপন সংবাদের  ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নোয়াখালীর ভাসানচর এলাকায় রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। এরপর তারা পতেঙ্গ এলাকায় অবস্থান নেন। ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সময়।