News update
  • India Turns Back 4 Bangladeshi Trucks from Benapole     |     
  • 81 rivers vanishing across Bangladesh; ecological crisis feared     |     
  • BGB seizes 10 Indian cattle along C’nawabganj border     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Thursday morning     |     

কী ঘটেছিল শরীয়তপুরে, কেন এত হাতবোমার বিস্ফোরণ?

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-04-05, 6:53pm

rtert43543-4bb753426744562047574bebd9ab655b1743857592.jpg




মুহুর্মুহু বিস্ফোরণে প্রকম্পিত পুরো এলাকা। আতঙ্কিত এলাকাবাসী ছোটাছুটি করলেও থেমে নেই হাতবোমা বিস্ফোরণ।

শনিবার (৫ এপ্রিল) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের মধ্যে বিরোধ চলছিল।

তারা আরও জানান, এরই জেরে শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। এ সময় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

এদিকে হাতবোমা বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছেন। অনেকে হাতে বালতি নিয়ে হেলমেট পরে সংঘর্ষে অংশ নেন। তারা বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করছেন। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো মাঠ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।  সময়