
চলতি সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছিল দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এবার টিমটির পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়ার তথ্য জানানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দেয়া এক ফেসবুক পোস্টে বিডব্লিউওটি’র পক্ষ থেকে কুয়াশা বেল্ট নিয়ে সতর্ক করা হয়।
এতে বলা হয়, দেশের দিকে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট ধেয়ে আসছে। এটি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে অধিক সক্রিয় থাকতে পারে। এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে।
কুয়াশা বেল্টে উল্লেখিত বিভাগের বিভিন্ন স্থানে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। তবে এটি কোনো শৈত্যপ্রবাহ নয় তাই এই কুয়াশা বেল্ট থাকাকালীন দেশে তীব্র শীতের শঙ্কা নেই বলেও জানিয়েছে বিডব্লিউওটি।
তবে ওই সময়ে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা ১৭- ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং কিছুকিছু স্থানে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।