
দেশে বিনিয়োগের জনপ্রিয় ক্ষেত্রগুলোর মধ্যে জাতীয় সঞ্চয়পত্র অন্যতম। এবার ঘরে বসে মোবাইলেই সঞ্চয়পত্রের তথ্য জানার সুযোগ দিচ্ছে জাতীয় সঞ্চয় অধিদফতর।
পরিবার সব আয় ব্যয়ের হিসাব নিকাশ মিলিয়ে হাতে থাকা অর্থ টাকা কোথায় রাখবেন, কোথায় কাজে লাগাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন অনেকেই। দেশে বিনিয়োগের জনপ্রিয় ক্ষেত্রগুলো হচ্ছে-পুঁজিবাজারে বিনিয়োগ, জাতীয় সঞ্চয়পত্র, জমি ও স্বর্ণ কেনা, এবং ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখা। সব খাতেই কম-বেশি ঝুঁকি ও সুবিধা-অসুবিধা রয়েছে। তবে বর্তমানে সবচেয়ে নিরাপদে টাকা বিনিয়োগের একটি খাত হতে পারে সঞ্চয়পত্র।
সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প। যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে নির্ধারিত সময় পরপর মুনাফা পাওয়া যায়। সঙ্গে নির্দিষ্ট মেয়াদ শেষে যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে তাও উত্তোলন করা যায়। অর্থাৎ আপনি ১ লাখ টাকার সঞ্চয়পত্র কিনলেন নিয়ম অনুযায়ী মাসে বা ৩ মাস পরপর আপনি নির্দিষ্ট পরিমাণ সুদ পাচ্ছেন, আর এক লাখ টাকা তেমনই থেকে যাচ্ছে। নির্দিষ্ট মেয়াদের সেই এক লাখ টাকাও ফেরত পাচ্ছেন।
বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদফতর দেশের নাগরিকদের জন্য বিভিন্ন স্কিমের সঞ্চয়পত্র দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে- পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র।
ঘরে বসে সঞ্চয়পত্রের তথ্য জানবেন যেভাবে
প্রথমে https://nsd.finance.gov.bd/selfreport ওয়েবসাইট ওপেন করতে হবে।
এরপর প্রদর্শীত পেজে হিসাবধারীর এনআইডি/পাসপোর্ট/ টিআইন নাম্বার দিতে হবে।
জন্ম সাল ও তারিখ দিতে হবে।
মোবাইল নাম্বার (সঞ্চয়পত্র ক্রয়ে ব্যবহৃত নাম্বার) দিতে হবে।
পেজে প্রদর্শীত ক্যাপচা পূরণ করতে হবে।
এরপর সাইন ইন অপশনে ক্লিক করতে হবে।
মোবাইলে আসা ভ্যারিফিকেশন কোড সাবমিট করতে হবে।
কোড সাবমিট করে ভ্যালিডেট অপশনে ক্লিক করলে গ্রাহকের তথ্য সংবলিত পেজ প্রদর্শীত হবে।
যেসব সেবা পাবেন
আয়কর প্রত্যয়নপত্র
বিনিয়োগ প্রত্যয়নপত্র
বিনিয়োগের বিস্তারিত তথ্য
এর আগে গত ২০ নভেম্বর কার্যদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ তৎসংশ্লিষ্ট সেবা কার্যক্রম বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র ও বন্ড সার্ভিস নেয়া গ্রাহকরা নিকটস্থ বাণিজ্যিক ব্যাংক থেকে সেবা নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।