News update
  • Shahidul Alam Vows to Reach Gaza Despite Israeli Obstacles     |     
  • UN Urged to Act on Palestinian Rights Without Delay     |     
  • Saudi Arabia Introduces New Licensing for Hajj Accommodations     |     
  • UK Pledges Aid to Support Rohingya Refugees and Host Communities     |     
  • Investors and Officials Challenge Elon Musk’s $1 Trillion Pay     |     

৬ বছরেও শেষ হয়নি রূপপুর বালিশকাণ্ডের দুর্নীতির তদন্ত

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-10-03, 3:12pm

19007594e8313a4f4031469aba8bea0a8f8a65348ad08fa3-0c0ed4dc561e7ec3f4945b6f7b5d599d1759482775.jpg




গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় অর্ধযুগ। কিন্তু অবাক করা বিষয় হলো এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। জুলাই অভ্যুত্থানের পর নতুন কমিশন দায়িত্বে এলেও পরিস্থিতি বদলায়নি।

আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল, একটি বালিশ ৫ হাজার ৯৫৭ টাকা, খাটে তোলার মজুরি ৭৬০ টাকা, কমফোর্টার ১৬ হাজার ৮০০ টাকা আর বিদেশি চাদর প্রায় ৬ হাজার টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় সাড়ে ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই ঠিকাদার ও গণপূর্তের ১১ প্রকৌশলীসহ ১৩ জনকে আসামি করে চারটি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন, প্রতিবেদন  দ্রুতই দেয়া হবে।

২০১৯ সালের ডিসেম্বরে এ ঘটনায় অভিযুক্ত ১৩ জনকে গ্রেফতার করেছিল দুদক। তবে ইকবাল মাহমুদ থেকে মঈনউদ্দীন আব্দুল্লাহ, আর এখন আব্দুল মোমেন কমিশন। তিন কমিশন পেরিয়েও ২০২৫ সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই, দিনের পর দিন শোনানো হচ্ছে সীমাবদ্ধতার অজুহাত।

দুদকের সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘২০০৪ সালের আগের দুর্নীতির মামলাও এখনো চলমান। ধীরগতির কথা আমরা অস্বীকার করছি না। যত তাড়াতাড়ি সম্ভব জট কমিয়ে আনার চেষ্টা করছি। আমাদের কর্মক্ষমতাও দেখতে হবে।’  

সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারায় দায় বর্তমান কমিশনও এড়াতে পারে না-এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীর গতির নীতি চলছে?

দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম বলেন, ‘নতুন কমিশনের বয়সও একবছরের ওপরে হচ্ছে। রূপুরের জন্য এটি বিরাট দুর্নীতির কাণ্ড। সে জায়গায় তাদের দৃষ্টি আটকালো না। উল্টো তদন্ত বিলম্বের পক্ষে যুক্তি দিচ্ছে।’

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, বালিশকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যোগশাজস থাকায় অতীতে মামলা শেষ করেনি। দ্রুত তদন্ত শেষ করতে হবে।’