News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

শীর্ষস্থানীয় ব্র্যান্ড নিয়ে এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-11-26, 8:27am

img_20251126_082522-5fee5821386b907926699c2d51a923e21764124066.jpg




দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে। 

এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা নিতে পারেন।

অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত অভিজ্ঞতা প্রদানের জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নতুনভাবে সাজানো রবি এলিট ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন, যা আরও আধুনিক, ব্যবহারবান্ধব ও স্বচ্ছন্দ ইন্টারফেসের মাধ্যমে এলিট গ্রাহকদের ডিজিটাল যাত্রাকে করবে সমৃদ্ধ। একই সঙ্গে রবি এলিট ও রবি ব্র্যান্ড টিমের যৌথ ব্র্যান্ডিং উদ্যোগের ঘোষণাও দেওয়া হয়, যা ভবিষ্যতে গ্রাহকদের জন্য নির্বাচিত ও আরো উচ্চমানের অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “রবিতে আমরা এলিট গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রবি এলিট সুপার ফেস্ট ২০২৫ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে সুচিন্তিত পার্টনারশিপ, বিশেষ অফার এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয় গ্রাহকদের জন্য অর্থপূর্ণ সেবা নিশ্চিত করবে।

রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রাহক অভিজ্ঞতাকে আরও পরিশীলিত ও স্মরণীয় করে গড়ে তোলার অব্যাহত প্রচেষ্টা তুলে ধরেন তারা।