News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

এআই যুগে টেকনো: ফ্ল্যাগশিপ স্টোর ও ক্যামন ৪০ সিরিজ উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-05-27, 6:35pm

img_20250527_183217-a0b3f69dcb5d86bfa2f7bcc8a76ed1a11748349338.png




বাংলাদেশের বাজারে টেকনোর পথচলা শুরু হয় ২০১৭ সালে। তখন অনেকেই ভাবেনি যে, এতো অল্প সময়ে এই স্মার্টফোন ব্র্যান্ড এতোটা পথ পাড়ি দিতে পারবে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাত্র কয়েক বছরের মধ্যে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে টেকনো। মাত্র কয়েক বছরের মধ্যে, ব্র্যান্ডটি লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। টেকনো এখন আর মোবাইল ফোনের জগতে নতুন কোনো ব্র্যান্ড নয়; বরং সমাদৃত একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। শহরের অলিগলি থেকে শুরু করে লোকালয়, গ্রাম এবং প্রযুক্তি-সচেতন মানুষের মাঝে এখন টেকনো খুবই জনপ্রিয় একটি নাম। 

সম্প্রতি, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন পরিকল্পনা ও প্রডাক্টের ঘোষণা দিয়ে বিশ্ব মঞ্চে ঝড় তুলেছে টেকনো; মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে আইএফসি পর্যন্ত সাড়া ফেলেছে নেক্সট জেনারেশন প্রডাক্ট। এসব ইভেন্টে ডায়নামিক ১ রোবোটিক ডগ, পকেট গো এআর গেমিং সিস্টেম, এআই গ্লাসেস সিরিজ, টেকনো মেগাবুক ল্যাপটপ এবং বিশ্বের সবচেয়ে পাতলা স্পার্ক স্লিম স্মার্টফোনের মতো ভবিষ্যত উদ্ভাবন দর্শকদের মুগ্ধ করেছে; এই নতুন উদ্ভাবনগুলো প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এই একই লাইনআপ এবার দেশের বাজারে নিয়ে আসছে টেকনো গ্রাহক অভিজ্ঞতার জন্য। 

সেন্টারপয়েন্ট শপিং মলে টেকনো ব্র্যান্ডের সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধনের মাধ্যমে টেকনো বিশ্বব্যাপী সমাদৃত অত্যাধুনিক উদ্ভাবন বাংলাদেশে শো করতে যাচ্ছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি সত্ত্বেও, টেকনো ব্যবহারকারীদের জীবনযাত্রার সবচেয়ে প্রয়োজনীয় উদ্ভাবন স্মার্টফোনকে ভুলে যায়নি। নতুন ক্যামন ৪০ সিরিজে রয়েছে দুর্দান্ত এআই ফিচার। এই সিরিজের এআই ফিচারের সাহায্যে প্রতিদিনের কাজ করা এখন আরও সহজ। ফলে, স্মার্টফোন হয়ে উঠেছে আপনার অন-দ্য-গো অ্যাসিস্ট্যান্ট।

সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনের।

আগামী ৩০ মে, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত সেন্টারপয়েন্ট শপিং মলে, সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধনের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। এই জমকালো লঞ্চ ইভেন্টে অংশগ্রহণ করবেন হাবিব ওয়াহিদ, জেফার, মিনার রহমান সহ আরো অনেক জনপ্রিয় শিল্পীরা। এই উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফর্মেন্সের পাশাপাশি একটি স্টাইলিশ ফ্যাশন শো’র আয়োজন করা হবে। এই স্টোরটি শুধুমাত্র একটি রিটেইল শপের চেয়ে বেশি কিছু; ব্র্যান্ড হিসেবে টেকনো কতোদূর এগিয়েছে এবং ভবিষ্যতে অগ্রগতি সাধনের মাধ্যমে এই ব্র্যান্ড কোথায় পৌঁছাবে তারই প্রতিফলন এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর।  

সারাবিশ্ব প্রতিনিয়ত অটোমেশন এবং এআই-এর ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত আসছে নতুন নতুন ট্রেন্ড; টেকনো এই ট্রেন্ড অনুসরণ করছে না, বরং উদ্ভাবনের মাধ্যমে নতুন ট্রেন্ড সেট করছে। ব্যবহারকারীরা যেন এই নতুন যুগের নেতৃত্বে থাকেন সেটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে টেকনো।