News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-05-03, 7:20am

img_20250503_071800-b42d57ab73e67d61f404c327536654971746235213.jpg




ডেটা সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় আয়ারল্যান্ড কর্তৃপক্ষ টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে।

শুক্রবার (২ মে) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, ইউরোপীয় ব্যবহারকারীদের যেসব তথ্য চীনে পাঠানো হচ্ছে, সেসব তথ্যে চীনা সরকার প্রবেশ বা ব্যবহার করে না এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় টিকটককে এই বিশাল অঙ্কের জরিমানা করেছে আইরিশ নজরদারি সংস্থা ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

সংস্থাটি জানিয়েছে, তারা চীনের মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপটি সাধারণ ডেটা সুরক্ষা নিয়ন্ত্রণ (জিডিপিআর) আইন লঙ্ঘন করেছে বলে দেখতে পেয়েছে। চীনে পাঠানো ইইএ ব্যবহারকারীর ডেটা দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে সুরক্ষিত থাকবে কিনা তা প্রতিষ্ঠানটি বিবেচনা করেনি।

এই কমিশন ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলজুড়ে টিকটকের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, যার মধ্যে ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড, লিচেনস্টাইন ও নরওয়ে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে টিকটক। তাই যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসা প্রসারিত করতে চাইছে কোম্পানিটি। আগামী কয়েক মাসের মধ্যেই জাপানের অনলাইন শপিং ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।

এর আগে ২০২৩ সালে শিশুদের তথ্য প্রক্রিয়াকরণে ইইউ নিয়ম ভঙ্গের দায়ে টিকটককে ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন (ডিপিসি)। ইউরোপে টিকটকের সদরদপ্তর আয়ারল্যান্ডে হওয়ায় এই দেশের নিয়ন্ত্রক সংস্থাই মেটা, গুগল, এক্সসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান রেগুলেটরি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।