News update
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     

ভিভো ফটোগ্রাফি ক্যাম্পেইন: রমজান ও ঈদের সেরা মুহূর্ত শেয়ার করে জিতে নিন ভিভো ভি৫০ ফাইভজি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-18, 8:49pm

erewr2332-f2253976330cb870629fd9468d9eefb91742309378.jpg




ভিভোতে চলছে 'ভিভো ফটোগ্রাফি ক্রনিকল' #vivoTheMoment ক্যাম্পেইন। ১০ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে পুরো মার্চ মাসসহ আরও কয়েকদিন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনার জীবনের সেরা মুহূর্তগুলোই আপনাকে জিতিয়ে দিতে পারে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন ফ্লাগশিপ স্মার্টফোন বা আরও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। 

ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে হলে আপনাকে আপনার রমজান ও ঈদের মুহূর্তগুলো থেকে সেরা পোর্ট্রেট ছবি তুলতে হবে, যা আপনি যেকোনো স্মার্টফোন দিয়েই ধারণ করতে পারবেন। এরপর ছবিটি একটি ক্যাপশন বা গল্পসহ #vivoTheMoment #vivoPhotographyChronicle হ্যাশট্যাগ দিয়ে ভিভোর ক্যাম্পেইনের পোস্টে কমেন্ট করতে হবে অথবা ভিভো মোমেন্টস ওয়েবসাইটে সাবমিট করতে হবে।

ইতিমধ্যেই ১০ মার্চ, ২০২৫ থেকে শুরু হয়ে গেছে ক্যাম্পেইনটি। চলবে ৪ এপ্রিল, ২০২৫ পর্যন্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজয়ী পেয়ে যেতে পারেন ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।  

বরাবরের মতই ভিভো তাদের ব্যবহারকারীদের অনুভূতির প্রতি যত্নশীল। একারণেই স্মার্টফোনের ক্যামেরা প্রোফেশনাল পোর্ট্রেট ফটোগ্রাফির মাধ্যমে প্রতিটি মুহূর্তের অমলিন সৌন্দর্য ক্যাপচার করার ক্ষমতা সম্পন্ন স্মার্টফোন নির্মাণে তারা জাইসের সাথে যৌথ গবেষণা ও উন্নয়নের কাজ করে যাচ্ছে। এভাবেই ছবির মাধ্যমে একটি অনুভূতির পূর্ণতা প্রকাশ করতে অঙ্গীকারবদ্ধ ভিভো। একজন ব্যবহারকারী যখন এবারের ঈদে তার পরিবারের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন, তখন ভিভোর ক্যামেরা টেকনোলজি প্রতিটি পোর্ট্রেট ছবি এমনভাবে তোলার সুযোগ করে দিবে, যা অন্যান্য স্মার্টফোনে সম্ভব নয়। 

এক্ষেত্রে ভিভোর নতুন ফোন ভিভো ভি৫০ ফাইভজি ফোনের কথা বলা যেতেই পারে। এ ফোনটির সামনে ও পেছনের সব ক্যামেরাই ৫০ মেগাপিক্সেল, যার মধ্যে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫" সুপার-সেন্সিটিভ সেন্সর দিয়ে আলো দারুণভাবে ধরে রাখে। ফোনটিতে রয়েছে জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং এআই অরা লাইট পোর্ট্রেট ফিচারস। এসব প্রযুক্তির সাহায্যে নিখুঁত ফোকাস ও প্রফেশনাল লেভেলের এক নতুন ক্যামেরার অভিজ্ঞতা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। আর এভাবেই ছবির জীবন্ত অনুভূতিগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠবে। যা আপনার সেরা পোর্ট্রেট মুহূর্তগুলোতে যুক্ত করবে এক ধরনের ‘প্রোফেশনাল টাচ’!

তাই দেরি না করে, আগ্রহীরা ক্যাপচার করুন আপনার সেরা পোর্ট্রেট মোমেন্ট এবং অংশগ্রহণ করুন 'ভিভো ফটোগ্রাফি ক্রনিকল' #vivoTheMoment ক্যাম্পেইনে। পুরস্কার অপেক্ষা করছে শুধুমাত্র আপনারই জন্য! 

ক্যাম্পেইনটির বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য চোখ রাখুন ভিভোর অফিসিয়াল পেইজে। এছাড়াও ভিজিট করতে পারেন ভিভো মোমেন্টস ওয়েবসাইটে (লিংক: https://vivomoments.com/campaign )।