News update
  • Body of Osman Hadi Returns to Dhaka From Singapore Late     |     
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     

কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ উদ্ধার

বন্যপ্রানী 2025-02-02, 12:24am

sankhini-snake-recovered-and-released-into-the-wild-in-kalapara-91b0356dfbfbf50ffae1723cd22bb2441738434265.jpg

Sankhini snake recovered and released into the wild in Kalapara on Saturday 1 Feb 2025.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস সংগঠনের সদস্যরা। সাপটির নাম শঙ্খিনী হলেও স্থানীদের কাছে এটি দু’মুখো সাপ নামে পরিচিত। শনিবার সকাল দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ওমেদপুর গ্রাম জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। কালোর মধ্যে হলুদ ডোরাকাটা এ সাপকে প্রাথমিক চিকিৎসা শেষে ওই এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এসময় এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য আল মুঞ্জির, মাসুদ হাসান ও সুজন উপস্থিত ছিলেন। 

স্বেচ্ছাসেবী প্রানী কল্যান সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান জানান, ওমেদপুর গ্রাম সোলায়মান হাওলাদার নামের এক কৃষকের বাড়িতে সাপটি জালে পেঁচানো অবস্থায় ছিলো। এটিকে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা সাপটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে একই ইউনিয়নের পশ্চিম হলদিবাড়ি গ্রাম থেকে ৫ ফুট দৈর্ঘ্যের আরও একটি শঙ্খিনী সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় বন্যপ্রানী নিয়ে কাজ করে। বন বিভাগের পক্ষ থেকে তাদের সকল ধরনের সহযোগিতা করা হয়। এরই ধারাবাহিকতায় তারা দুই দিনে দুটি শঙ্খিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে। ভবিষ্যতে তাদের কার্যক্রমে বন বিভাগ সহযোগিতা করবে বলে তিনি সাংবাদিকদের জানান। - গোফরান পলাশ