News update
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     
  • DSE to complete IPO process within 6 months: MD     |     
  • Prof Yunus asks for simplifying reform report for people     |     
  • Forces from inside-outside may work to thwart polls: Prof Yunus     |     
  • NCC for referendum, after July Charter order promulgation     |     

নারী ফুটবল ও হকি দলকে পুরস্কার দেবে এনএসসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-29, 7:30am

515436969_1782009939094891_7621288553557004456_n_1-cca775c67c27c27d56cd22fc928a28061761701453.jpg




চলতি বছরের জুন-জুলাইয়ে মিয়ানমারে বসেছিল এশিয়ান কাপ বাছাইয়ের আসর। সেখানে অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতহাস গড়েছিল বাংলার মেয়েরা। র‌্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা দলগুলোকে হারিয়ে প্রথমবার জায়গা করে নিয়েছিল এশিয়ান কাপের মূলপর্বে। অসাধারণ সেই সাফল্যে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একই মাসে চীনের দাহজুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের নারী বিভাগে প্রথমবার অংশগ্রহণ করেই ব্রোঞ্জ জেতে নারী হকি দল। এই দলকেও পুরস্কার দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নারী হকি দলকে দেওয়া হবে ২১ লাখ টাকা।

বুধবার (২৯ অক্টোবর) এই দুই দলকে পুরস্কারের অর্থ বুঝিয়ে দেবে এনএসসি। সকাল সাড়ে ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে নির্বাহী পরিচালকের মাধ্যমে দেওয়া হবে অর্থ।

পুরস্কার নেওয়ার জন্য আজ জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বাফুফেকে এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। সেখানে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের পাঁচজন কর্মকর্তা এবং এশিয়া কাপ বাছাই স্কোয়াডের সব খেলোয়াড় ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আমিনুল এহসান জানান, নারী ফুটবল দলের ২৩ খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফ-কর্মকর্তাসহ ৩১ জনকে দেওয়া হবে ৫০ লাখ টাকা। আর ১৮ জন খেলোয়াড়, কোচ-ম্যানেজার, ফিজিওসহ ২১ জনের নারী হকি দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ টাকা করে।

মিয়ানমারে বাছাইয়ের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছিল এশিয়ান কাপের মূলপর্বে খেলা। এরপর শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও উড়িয়ে দিয়েছিল ৭-০ গোলে।

অন্যদিকে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে বাংলাদেশ যুব মহিলা হকি দল ব্রোঞ্জ জিতেছে।