News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

এমবাপ্পের হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিলো রিয়াল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-01, 7:48am

ed210afe9ae2094d64237c9ac3fc13fc2436c7b7daab9053-be6cde4fc326d4c61dea170d85a3f0401759283332.jpg




উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে উড়ে গেল কাজাখস্তানের ক্লাব এফসি কাইরাত।

পাভলোদার সেন্ট্রাল স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাইরাতকে ৫-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। এমবাপ্পে ৩টি আর ১টি করে গোল করেছেন এদুয়ার্দ কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।

সপ্তাহের শুরুটা বাজে কেটেছে রিয়ালের। লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ৫-২ ব্যবধানে। সে হতাশা এবার তারা কাটাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আসর শুরুর প্রথম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে জয় পেতে কষ্ট হলেও এবার তারা দাপট দেখাল।

প্রতিপক্ষের মাঠে পুরাটা সময় আধিপত্য করেছে লস ব্লাঙ্কোরা। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নিয়ে ১২টিই লক্ষ্য বরাবর রেখেছিল তারা। এদিন ম্যাচ শুরুর ২৫তম মিনিটেই লিড তুলে নেয় শাবি আলোনসোর শিষ্যরা। পেনাল্টি উপহার পেয়ে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধে গোলের উদ্দেশে আরও একাধিক শট নেয় শাবির শিষ্যরা। তবে জালের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কাইরাতকে একেবারে বিধ্বস্ত করে ছাড়ে রিয়াল।

এবারও এমবাপ্পে ঝলক। ৫২তম মিনিটের গোলে বড় কৃতিত্বটা অবশ্য গোলরক্ষক থিবো কোর্তোয়ার। পাল্টা আক্রমণে তার লম্বা পাস অরক্ষিত পেয়ে দ্রুত এগিয়ে কাইরাতের জালে জড়ান এমবাপ্পে। ২০ মিনিট পর হ্যাটট্রিক তুলে নেন ফরাসি তারকা। আর্দা গুলারের পাস বক্সে পেয়ে কাইরাতের গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে।

৮৩তম মিনিটে দারুণ এক আক্রমণ শাণিয়ে ব্যবধান ৪-০ করেন কামাভিঙ্গা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে বাঁ প্রান্তে রদ্রিগোকে পাস দেন তিনি। তার থেকে ফিরতি পাস পেয়ে জালে জড়ান কামাভিঙ্গা। আর যোগ করা সময়ে গঞ্জালো গার্সিয়ার পাস পেয়ে কাইরাতের জালে শেষ পেরেকটি ঠুকেন দিয়াজ। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর শিষ্যরা।

নিজেদের প্রথম ম্যাচে মার্শেইকে ২-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। দুই ম্যাচে ৬ পয়েন্ট আপাতত ৩৬ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে এমবাপ্পেরা।