News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

দাপুটে জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল রিয়াল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-09-24, 8:22am

24967cda269e281021ece920af17822d159ec7d6e5982d9b-b63c7bda28b4da705d62bdfd1856de491758680547.jpg




লা লিগার মিড উইক ম্যাচ ডে'তে লেভান্তেকে কোনো পাত্তাই দেয়নি রিয়াল মাদ্রিদ। দাপুটে পারফর্মেন্সে লেভান্তেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আলোনসোর দল। জোড়া গোল করেছেন এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে রিয়াল। প্রতিপক্ষের মাঠে খেলতে গেলেও দাপট দেখিয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। ম্যাচের ২৮ মিনিটে ভিনিসিউসের দারুণ গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের ভেতরে পাস পেয়ে কোনাকুনি শট নিয়ে জালের দেখা পান ব্রাজিলের এই তারকা।

দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালের। মাস্তানতুয়ানো ৩৮তম মিনিটে গোল করলে ২-০ ব্যবধানে লিড নিয়ে প্রথম হাফ শেষ করে লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয় হাফের শুরুতেই এক গোল শোধ করে লেভান্তে। ৫৪তম মিনিটে ডি-বক্সের ভেতর ডান দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেন। তার পায়ে লেগে বল উঠে যায় ওপরে, কাছের পোস্টে থাকা গোলরক্ষক কোর্তোয়া চেষ্টা করেন পেছনে সরে এসে ক্লিয়ার করতে, তবে হেডে জালে পাঠান ইত্তা ইয়ং।

তবে এরপর জোড়া গোল করে রিয়ালের সহজ জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬৪তম মিনিটে ডি-বক্সে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফরাসি এই তারকা। তার দুই মিনিটে পর আবারও গোল করেন এমবাপ্পে। এবার ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে লিগে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ালো ৭-এ। তিনিই এখন লিগের টপ স্কোরার।

শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৬ ম্যাচে সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা।