News update
  • Bangladesh's Per Capita Debt Rises Sharply to $483     |     
  • Yunus to Visit UK in June to Boost Bangladesh-UK Ties     |     
  • Over 100 cattle swept away by tidal surge in Munshiganj     |     
  • Economic Growth Is the Wrong Metric for Our Time     |     
  • Preserving Biodiversity Key to Human Survival: UN Warns     |     

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইটে সাইবার আক্রমণ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-25, 7:18am

e35c5a0c568adec8091e3ceb6ae0e8fde773dd0b84d4b8d1-bb778e7b45f2c53583471218f405d7c81748135906.jpg




আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বের এই ম্যাচ নিয়ে বাংলাদেশের দর্শক-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হতে পারে সমিত সোম-ফাহামিদুল ইসলামদের। সেই সঙ্গে হামজা চৌধুরী তো আছেনই। প্রবাসী তিন তারকাকে দলে ভিড়িয়ে বাংলাদেশের শক্তিমত্তা বেড়েছে অনেকটাই, ফলে দীর্ঘদিন পর দেশের ফুটবলে আগ্রহ ফিরে পাচ্ছে ফুটবলপ্রেমীরা।

দেশের ক্রিকেট অঙ্গনে যখন কালো মেঘের আনাগোনা, ফুটবলে বইছে সুবাতাস। এক সময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর পর কানাডা প্রিমিয়ার লিগে খেলা সমিত সোম ও ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলামেরও বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে। গত মার্চে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও ভালো ফলের প্রত্যাশায় সমর্থকরা।

ঘরের মাঠে এবারই প্রথম একসঙ্গে খেলতে নামবেন হামজা-সমিত সোমরা। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির টিকিট ছাড়ার প্রত্যাশায় দিন গুনছিল সমর্থকরা। অবশেষে শনিবার (২৪ মে) থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। টিকিফাই নামের একটি ওয়েবসাইটে এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছিল। কিন্তু প্রথম দিনেই টিকিট কাটতে বিড়ম্বনায় পড়েছে টিকিট প্রত্যাশীরা।

মূলত টিকিট বিক্রির টিকিফাই ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হওয়ায় টিকিট কাটতে পারছেন না সমর্থকরা। মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বাফুফের পক্ষে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। টিকিট কাটতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফে ও টিকিফাই।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট শিগগিরই জানানো হবে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সে ম্যাচের টিকিটও অনলাইনে টিকিফাই থেকে এবং সরাসরি বুথ থেকে কেনার ব্যবস্থা রয়েছে।