News update
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     

ইউরোপা লিগ: বড় জয়ে শেষ আটে ইউনাইটেড

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-14, 7:54am

17351e33ee737953bcff5ca9185ef361cbedc0934b978410-9d4dc64a5510e517ef1c5687479046361741917268.jpg




প্রথম লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় লেগের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সোসিয়েদাদকে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আমোরিমের দল। এদিকে শেষ আটে উঠেছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামও।

ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছে ইউনাইটেড। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। তবে ম্যাচের দশম মিনিটে গোল করে সফরকারীরা। ওয়ারজাবাল পেনাল্টি থেকে সোসিয়েদাদকে এগিয়ে দেন। সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ইউনাইটেড। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস।

দ্বিতীয় হাফে শুধুই ইউনাইটেড শো। তিন গোল হয়ে দ্বিতীয় হাফে। ৫০তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দেস। ৮৭তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই পর্তুগিজ তারকা। আর বাড়ানো সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি করেন ডালট।

এদিকে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। এজেড আলকমারের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পরও ঘরের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্পারস। দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। টটেনহ্যামের হয়ে জোড়া গোল করেছেন উইলসন ওডোবার্ট বাকি গোলটি করেছেন জেমস ম্যাডিসন।

ইউরোপা লিগের শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে

ইউনাইটেড ইউরোপা লিগে বেশ কঠিন প্রতিপক্ষই পেয়েছে। ফরাসি ক্লাব লিও'র বিপক্ষে শেষ আটের ম্যাচ খেলবে আমোরিমের দল। এদিকে টটেনহ্যাম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের। নরওয়েজিয়ান ক্লাব বোডো'র বিপক্ষে খেলবে ইতালিয়ান ক্লাব লাৎজিও। আর স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে শেষ আটে খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিক বিলবাও।

ইউরোপা লিগের শেষ আটে উত্তীর্ণ হওয়া দলগুলো।

শেষ আটের লাইনআপ

টটেনহ্যাম-ফ্রাঙ্কফুর্ট

বোডো/গ্লিম্ট-লাৎজিও 

রেঞ্জার্স-অ্যাতলেটিক বিলবাও 

ম্যানচেস্টার ইউনাইটেড-লিও