News update
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     
  • BNP pledges to implement signed July Charter     |     

পর্তুগালে এখন ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-20, 7:57am

rwerwerwer-3f9cb7631f8233f8b3ad2b7f224470421760925429.jpg




ইউরোপের অভিবাসন সাম্রাজ্য খ্যাত পর্তুগালে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। ২০২৪ সাল পর্যন্ত দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৯৯ জনে। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪৮ হাজার ১২৮ জন এবং নারীর সংখ্যা ৭ হাজার ৭১ জন। 

পর্তুগিজ অভিবাসন সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড এসাইলাম (আইমা) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন ভারত এবং নেপালের পরই দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম বড় অভিবাসী আগমনের উৎস দেশ হিসেবে পর্তুগিজ অভিবাসন পরিসংখ্যানে স্থান পেয়েছে।

২০২৪ সালে নতুন করে দেশটিতে বসবাসের অনুমতি (রেসিডেন্স কার্ড) পেয়েছেন ১০ হাজার ৮৪৮ জন বাংলাদেশি, যা ২০২৩ সালের তুলনায় সামান্য বৃদ্ধি নির্দেশ করে। নতুন বাসিন্দাদের মধ্যে ৮৫ শতাংশই কর্মক্ষম (১৮ থেকে ৩৪ বছর) বয়সী, যারা মূলত শ্রমবাজারে যুক্ত হয়েছেন।

গত বছরের শেষে পর্তুগালে বিদেশি নাগরিকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৩ মিলিয়ন (১,৫৪৩,৬৯৭), যা ২০১৭ সালের তুলনায় প্রায় চারগুণ বেশি। 

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলীয় নাগরিকরা এখনও পর্তুগালে বসবাসরত বিদেশিদের মধ্যে সর্বাধিক প্রায় ৪ লাখ ৮৪ হাজার ৫৯৬ জন ব্রাজিলিয়ান নাগরিক দেশটিতে নিয়মিতভাবে বসবাস করছেন যা মোট অভিবাসীদের এক-তৃতীয়াংশ এরপর রয়েছে ভারত, আঙ্গোলা, ইউক্রেন, কেপ ভার্দে, নেপাল, বাংলাদেশ, যুক্তরাজ্য, গিনি ভিসাও এবং পাকিস্তানসহ আরও অন্যান্য দেশ। পর্তুগালে অভিবাসীদের সংখ্যার হিসেবে বাংলাদেশের অবস্থান সপ্তম। 

সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ থেকে আগত নতুন অভিবাসীরা কৃষি, নির্মাণ, হসপিটালিটি এবং লজিস্টিক খাতে পর্তুগালের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আরটিভি