News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

প্রবাসীরা ফেরার সময় শুল্ক ছাড়াই আনতে পারবেন যে ১৯ পণ্য

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-06-19, 2:32pm




বিদেশ থেকে নিজ দেশে ফেরার সময় স্বজনদের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন যাত্রীরা। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য তাদের ব্যাগেজ রুল সুবিধা দেয় সরকার। সরকার দু-এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে।

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না। 

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

বিনা শুল্কে যা আনতে পারবেন

বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—

সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল

২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন

ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা

মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স

সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস

এক কার্টন সিগারেট

১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না

মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)

১৫ বর্গমিটার আয়তনের কার্পেট

শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য

শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার

৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার

রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার

ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা

ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া

এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে মোট ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন। বিদেশফেরত একজন যাত্রী শুল্ক-কর পরিশোধ ছাড়া আনতে পারবেন দুটি ব্যবহৃত মুঠোফোন ও প্রতিবছর একবারই একটি নতুন মুঠোফোন ।