News update
  • 47m health workers, advocates for cleaner air to curb deaths     |     
  • Bangladesh Seeks 50-Year Water Management Plan from China     |     
  • Khaleda to Celebrate Eid with Family in London After 6-yr     |     
  • Dhaka Bustles with Last-Minute Eid Shopping Frenzy     |     

লিবিয়ায় দালালদের খপ্পরে যুবক, ৪৬ লাখ দিয়ে মিলল মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-03-22, 4:14pm

rewrwerwrqwe-6736be762e6fe844718e882df81acbf61742638497.jpg




লিবিয়ায় বাংলাদেশি এক যুবকের মৃত্যু ঘটেছে। দুই সপ্তাহের মাথায় এটি দ্বিতীয় ঘটনা, যেখানে মাদারীপুরের সজিব সরদার নামে এক যুবক দালালদের নির্যাতনে মারা গেছেন। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে তাদের মধ্যে শোকের মাতম বইতে থাকে।

স্বজনদের অভিযোগ, ৪৬ লাখ টাকা মুক্তিপণ দেয়ার পরও দালালদের নির্যাতনের হাত থেকে বাঁচানো যায়নি সজিবকে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এর আগে, সজিব সরদার ইতালি যাওয়ার জন্য লিবিয়া যাওয়ার প্রলোভন পান। শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারী তাকে ইতালি পাঠানোর কথা বলে ১৫ লাখ টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী, সজিবকে সরাসরি ইতালি না পাঠিয়ে লিবিয়ায় পাঠানো হয়।

লিবিয়ায় পৌঁছানোর পর সজিবকে বন্দি করে দালালচক্র এবং নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতে থাকে। ধার দেনা করে সজিবের পরিবার ৪৬ লাখ টাকা দালালদের হাতে তুলে দেয়। তবে মুক্তিপণ নেয়ার পরেও সজিবের জীবন বাঁচানো সম্ভব হয়নি।

গত বুধবার, দালালচক্রের আরও মুক্তিপণ দাবির কারণে সজিবকে নির্যাতন করে অসুস্থ করে ফেলা হয়। পরে তাকে লিবিয়ার একটি সড়কে ফেলে রেখে যায় এবং স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সজিবের বাবা চাঁনমিয়া সরদার বলেন, ‘আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়ে যায়, পরে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। ৪ মাস লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করার পর আমার ছেলের মৃত্যু হয়। এই ঘটনার কঠোর বিচার চাই।’

সজিবের বোন শামীমা আক্তার বলেন, ‘দফায় দফায় ৪৬ লাখ টাকা দিয়েও আমার ভাইকে বাঁচাতে পারলাম না। জমিজমা বিক্রি ও ঋণ নিয়ে টাকা দিয়ে দালালদের হাতে তুলে দিলেও শেষ রক্ষা হলো না। সরকারের কাছে আবেদন, দ্রুত যেন আমার ভাইয়ের লাশ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।’

এদিকে, মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘লিবিয়ায় নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। নিহতের পরিবার থেকে মামলা করলে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ৪ মার্চ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত নৌকায় আগুন ধরে রাজৈরের সুমন হাওলাদার এবং শাখারপাড়ের নাসির মাতুব্বর মারা যান। সময়