News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে আইজিপির নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2025-04-07, 11:05pm

image_11-3530534979a8b3a6ee12f16b98d848d81744045549.jpg




সিলেট এবং দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজপি) বাহারুল আলম।

সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম   বিবৃতিতে এ তথ্য জানান।

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পুলিশ বর্তমানে এ বিষয়ে কাজ করছে। সরকার কোনো আইনসম্মত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদের আড়ালে আমরা কোনো অপরাধমূলক কাজ সহ্য করব না।

এদিকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মন্তব্য করে বলেছেন, যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এমন নিন্দনীয় উদাহরণ স্থাপন করতে দেখা দুর্ভাগ্যজনক।

আশিক চৌধুরী বলেন, এই ব্যবসাগুলির মধ্যে অনেক স্থানীয় বিনিয়োগকারী ছিল, তাদের মধ্যে কিছু বিদেশি ছিল যারা বাংলাদেশে বিশ্বাস করে। তারা সকলেই আমাদের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছিল। যারা এই জঘন্য ভাঙচুর করেছে তারা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু। সময়।