News update
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     
  • Ex-president Abdul Hamid’s Kishoreganj house set on fire     |     
  • It’s official: January was the warmest on record     |     

কলাপাড়ায় ৬ কেজি গাঁজা ও ফেনসিডিল সহ যুবক আটক

পুলিশ 2024-11-11, 12:20am

youth-held-in-kalapara-allegedly-with-6-kg-pensidyl-c92923d556320a1e1074a2cad521245b1731262851.jpg

Youth held in Kalapara allegedly with 6 kg Pensidyl.



 পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কেজি গাঁজা বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুয়াকাটা মহাসড়কের আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত সুজন (৩০চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গ্যারাপারা গ্রামের বাসিন্দা : মন্নান  হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল টা থেকে  ৯টা পর্যন্ত  আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্কুল ব্যাগে হলুদ পলিতে মোড়ানো টি পোটলায় কেজি গাঁজা বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, সে একাধিক মাদক মামলার আসামী, নিয়মিত চেকপোস্ট' ভিত্তিতে ডিউটিরত ফোর্স অভিযান পরিচালনা করে আলীপুর থ্রী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। - গোফরান পলাশ