
Tourists at Kuakata Sea Beach spending leisure time.
পটুয়াখালী: উৎসবে, আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করে কুয়াকাটা ভ্রমন। তাই সরকারী ছুটিতে লাখ লাখ পর্যটকের আগমন ঘটে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। এবারও বড়দিন সহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ৩ লাখ পর্যটক আগমনের আশা করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
তাই ধুয়ে মুছে নতুন করে সাজানো হয়েছে হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিকাল থেকেই পর্যটক আগমন বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
সৈকতের ছাতা-বেঞ্চি ব্যবসায়ী মো. ছগির বলেন, তিন দিনের ছুটিতে কুয়াকাটায় আজ প্রচুর পর্যটক আশা শুরু করছে।
ঝিনুক দোকানী মো. ইয়াসিন বলেন,আজকে যেভাবে পর্যটক আসতেছে তাতে এই তিন দিনের ছুটিতে ৩ লক্ষাধিক পর্যটক আসবে বলে মনে করি।
ঢাকা থেকে আসা পর্যটক নীলিমা দম্পতি বলেন, কুয়াকাটা এই প্রথম আসলাম, ভালোই লাগছে। তবে এখানকার পর্যটন স্পটগুলোর কানেকটিং সড়কগুলো আরও উন্নত হওয়া উচিত।
কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ জানান, বড়দিন সহ সরকারি এই তিন দিনের ছুটিতে কুয়াকাটায় প্রায় হোটেলই বুকিং রয়েছে। এই ছুটিতে পর্যটনের সকল ব্যবসায়ীরা ভালো ব্যবসা করবেন বলে মনে করেন তিনি।
মহিপুর থানার ওসি মো. মহব্বত বলেন, আমরা থানা পুলিশ সহ কুয়াকাটা টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি এবং তাদের সেবায় নিয়োজিত আছি।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, তিনদিনের ছুটিতে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে বলে মনে করি। তাই কুয়াকাটায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। - গোফরান পলাশ