News update
  • 2 tons of banned plastic bags seized in Faridpur     |     
  • A woman or girl killed every 10 minutes, UN report finds     |     
  • Cracks appear at newly built Secretariat building after quake     |     
  • Dhaka’s air quality 4th worst in the world Tuesday morning     |     
  • Bangladesh Bank extends loan rescheduling facility for defaulters     |     

দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে ইসির সংলাপ আজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নির্বাচন 2025-11-25, 8:23am

rertwr-493c82b7012a12e28aa459d31f94120c1764037429.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক বাসসকে এ তথ্য জানান।

আশাদুল হক জানান, নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এই মতবিনিময় সভা দুই ভাগে বিভক্ত করা হয়েছে—

প্রথম পর্ব : সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে।

দ্বিতীয় পর্ব : দুপুর ২টা থেকে ৪১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে।

মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেবেন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদ নির্বাচন যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে ইসি ইতোমধ্যেই বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, নারীনেত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গেও কমিশন মতবিনিময় করেছে।