News update
  • Overnight rain floods Chattogram, causes traffic chaos     |     
  • Khagrachhari violence: 3 cases against 1, 000 unknown people     |     
  • Durga Puja ends today thru immersion of idol     |     
  • Bay Deep depression likely to cross Odisha by Thursday night     |     
  • Human Rights Groups Urged to Unite Against Racism     |     

বিষাদের সুর, সিঁদুর খেলায় দেবী দুর্গাকে বিদায়

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-10-02, 4:22pm

1d93f9f1d493e9e75a986ce6ab5d21d63905646f26efad28-1e5dc4d2b20b1e9544b246773b02d39e1759400556.jpg




বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব, কিন্তু ঢাকের তাল আর শঙ্খের ধ্বনিতে মিশে আছে উৎসব আর বিষাদের সুর। দেবী দুর্গাকে কৈলাসে বিদায় জানানোর মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

আজ বিজয়া দশমীর সকালে দর্পণ ও ঘট বিসর্জনের মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর মণ্ডপে মণ্ডপে শুরু হয় প্রতিমা বরণের পালা। সিঁদুরের লাল রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। লাল-সাদা শাড়িতে নেচে-গেয়ে নারীরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান।

চার দিনের আনন্দ-হাসি শেষে মা-এর চরণে সিঁদুর ছুঁইয়ে বিদায় জানানোর এই প্রথা শুধু উৎসব নয়, এর পেছনে রয়েছে গভীর বিশ্বাস। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো এই সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অসুর প্রবৃত্তি, ক্রোধ এবং হিংসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেবী দুর্গাকে মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি ভক্তরা আগামী বছর আবার ফিরে আসার আকুতিও জানান।

এবারের দেবী মর্ত্যে এসেছিলেন গজ (হাতি)-এর পিঠে চড়ে, যা শস্য-শ্যামলা ধরনির ইঙ্গিত দেয় বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে দেবী বিদায় নিচ্ছেন পালকিতে করে।

দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয় কল্পারম্ভ বিহিত পূজা, বিশেষ আরতি ও অঞ্জলি দিয়ে। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি।

রাজধানীর সব কটি মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এদিনও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মণ্ডপ পরিদর্শন করেন। রাজধানীতে ১০টি ঘাটে দুর্গার প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ার কথা। এর জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের ১০টি পয়েন্ট প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ধ্যার আগেই বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানিয়েছে।