News update
  • Hong Kong’s deadliest fire in a century: How it spread     |     
  • Khaleda ‘moved to Evercare CCU     |     
  • Sea ports asked to keep hoisted distant cautionary signal No 1     |     
  • Hasina gets 21 years in jail over Rajuk plot allocation scam     |     

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-11-26, 8:33am

4f6e98490161210207752d3778b375e5e7687efb2a0c7f1b-1232038c7ddce6dd616335493a08a9b71764124427.jpg




চট্টগ্রাম নগরীর কালুরঘাটে একটি তৈরি পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্যানমার্ক নামে ওই পোশাক কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে এই ওই পোশাক কারখানার গুদামে আগুন লাগে।  খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।

আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৫টার পর কড়াইল বস্তিতে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে সেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।