News update
  • Death toll in Mirpur factory, chemical godown fire rises to 16     |     
  • Humanitarians Urge Donors as Global Aid Remains Severely Short     |     
  • Sami’s five-for 33 seals Afghanistan’s 200-run rout of Bangladesh     |     
  • Why Over 670 Million People Still Go Hungry Worldwide     |     
  • Prof Yunus joins Brazil’s Lula, FAO chief to launch Global Alliance office     |     

মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-10-14, 7:41pm

rtretert-ad9e215ad08fb2eba4820147ff15e9b91760449291.jpg




রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

তাজুল ইসলাম জানান, ওই ভবনের ছাদে তালা লাগানো থাকায় কেউ বের হতে পারেনি। সেজন্য ধোঁয়ায় অনেকে মারা গেছেন। তাদের কারও চেহারা বুঝা যাচ্ছে না। সব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোশাক কারখানার ভবন থেকে সব মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে জানিয়ে এ কর্মকর্তা আরও জানান, গার্মেন্টস ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে।

এ ঘটনায় একজন ভলান্টিয়ার আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার-অক্সাইড ছিল। 

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট।

এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল। 

এদিকে আগুন লাগার প্রায় ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রিয়জনদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে আশপাশের হাসপাতাল, এমনকি ঢাকা মেডিকেল ঘুরেও মেলেনি কোনো হদিশ। সন্তান, ভাই কিংবা স্বামীকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।