News update
  • Four Rare Snow Leopards Spotted on Pakistan’s Northern Peaks     |     
  • Gold becomes pricier than ever in Bangladesh      |     
  • Bangladesh mourns Pope Francis’ death; Yunus pays tribute     |     
  • Bangladesh Railway hospitals to open doors to general public     |     
  • US-Bangla launches direct flights from Dhaka to Riyadh     |     

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দূর্ঘটনা 2025-04-11, 12:14am

dead-body-0eb37057444ee8c22523bc90e3c7df2d1744308881.jpg

Dead body.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশা এবং  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আবদুল কুদ্দুস (২১) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত কুদ্দুস ওই ইউনিয়নের নয়াকাটা গ্রামের মো. সাহেব আলীর ছেলে। সে চাপলী -মহিপুর সড়কে ভাড়ায় যাত্রী আনা নেয়ার কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী মো. বদিউজ্জামান  জানান, ঘটনার পরপরই স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে সাধ্যমত চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে পটুয়াখালী অতিক্রম করার সময় তার মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ