News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2025-11-20, 9:40pm

tax_return-a4be8bdf66864014d36d7227b0016cda1763653220.jpg




অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআরের এক কর্মকর্তা এ তথ্য জানান।

নিয়ম অনুযায়ী, অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। কিন্তু আরও এক মাস বাড়িয়ে রিটার্ন জমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার কথা চলছে।

ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, আয়কর আইন, ২০২৩ অনুসারে ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক। বিভিন্ন পেশাজীবী ও করদাতার সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় নিয়ে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হচ্ছে। তিনি বলেন, চলতি কর বছরে এরই মধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।