News update
  • Myanmar Faces War, Disasters, Hunger, and Mass Displacement     |     
  • UN Warns Israeli Doha Strike Risks Regional Escalation     |     
  • Nepal protesters' families seek justice amid confusion     |     
  • Next polls in Feb "foundational” to set future course of BD     |     
  • Fuel oil crisis hits 5 N districts as Rangpur depots run dry     |     

জলবায়ু মোকাবিলায় সহায়তার আশ্বাস ইইউ’র

গ্রীণওয়াচ ডেস্ক জলবায়ু 2025-09-02, 11:14pm

096cbc271ce63c11364bac892f15a3868b270cf3c7dadeb7-ed7d1d56a7476fd3e9cbd3e202461f7b1756833266.jpg




স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের পথে থাকা বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও দিনব্যাপি ‌‘বায়োফিলিয়া’ উৎসব ঘিরে জলবায়ু, সংস্কৃতি আর উন্নয়নের সমন্বিত ভবিষ্যৎ কৌশল সম্পর্কে জানিয়েছেন সরকারের ৩ উপদেষ্টা।

মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর আলোকিতে আয়োজিত এ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের বড় ধরনের সহযোগিতার কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিদেশি সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের সামর্থ্যের ওপর গুরত্ব দেয়ার পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

পরবর্তীতে সমাপনী পর্বে শপথ পাঠ করিয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, জলবায়ু পরিবর্তনের দিকে নজর রেখে দেশে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনা চলছে। এছাড়াও দেশে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধির কথা জানান নৌ উপদেষ্টা ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন।

স্থানীয় উদ্যোগ ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতায় ছিল সুইডিশ দূতাবাস।