News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

আমদানির খবরে হিলিতে কমেছে পেঁয়াজের দাম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-11-09, 2:36pm

tyertrtewrtwe-acb0e2d489bf721313efc9b7bccdefcb1762677387.jpg




আমদানির অনুমতি দিচ্ছে এমন খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ থেকে ৮৫টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরো কমবে বলে দাবি বিক্রেতাদের।

এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন, দাম যেন আগেরমত অবস্থায় আসে সেই দাবি তাদের।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, হঠাৎ করেই দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠে। সম্প্রতি দাম নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিতে যাচ্ছেন। ফলে খুব শিঘ্রই পেঁয়াজ আমদানি শুরু হবে এমন খবরে কৃষকরা কম দামে পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন। সেই সাথে যারা মজুত করেছিলেন তারাও ছেড়ে দিচ্ছেন এতে করে মোকামে আগের চেয়ে মণপ্রতি ৫শ টাকা করে কমেছে। আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আরো কমে আসবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসার ক্রেতা মকসুদ আলী বলেন, সপ্তাহখানেক আগেও পেঁয়াজের দাম ছিলো  ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে হঠাৎ করে গত কয়েকদিন থেকে পেঁয়াজের দাম বেড়েছে। এক কেজি পেঁয়াজ  কিনলাম ৮৫ টাকা দিয়ে। দোকানদার বলছে গত কালকেই নাকি  ১০০ টাকার উপরে পেঁয়াজ বিক্রি হয়েছে।

আরেকজন ক্রেতা বলেন, একদিনের ব্যবধানে ১০ টাকা পেঁয়াজের দাম কমেছে। হঠাৎ করে কারা বাড়াচ্ছে কারাই কমাচ্ছে এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি দরকার। তা না হলে সিন্ডিকেট মজুতদাররা এভাবে প্রতিটা পণ্যের দাম বৃদ্ধি করতে থাকবে সাধারণ ক্রেতাদের পড়তে হবে বিপদে।