News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

সকালের নাশতায় কেমন খাবার খাওয়া উচিত?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-10-18, 8:51am

d9af549f6e34df8d50731c1f3d0e4bb17b161c8d852392ab-f8921ac8793b7fc3c4a034116b9ad7071760755878.jpg




সারারাত ঘুমিয়ে থাকার পর সকালে ঘুম থেকে ওঠে কিছু সময় সাধারণ ব্যায়াম বা হাঁটাচলার পর নাশতা সেরে ফেলাটা জরুরি। তবে এ নাশতায় কোন কোন খাবার প্রাধান্য দেবেন তা নির্ধারণটা গুরুত্বপূর্ণ। কেননা সকালের এ নাশতাই ঠিক করে দেয় পুরো দিনটি আপনার কেমন যাবে?

বিশেষজ্ঞরা বলছেন, দিনের শুরুর খাবারটা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। তাই এসময় বাইরের খাবার নাশতায় প্রাধান্য না দিয়ে বাড়ির তৈরির খাবারকে প্রাধান্য দিতে হবে।

ডায়েটিশিয়ানরা বলছেন, সকালের নাশতা হতে হবে সুষম খাবারে সমৃদ্ধ। শুধু তাই নয়, খাদ্যগ্রহণ করতে হবে ‘পিরামিড রুল’ মেনে। ‘পিরামিড রুল’ অনুযায়ী, দিনের প্রথম খাবার অবশ্যই ভারী হওয়া উচিত।

তাই সকালের নাশতায় যেসব খাবার উপকারী হতে পারে ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন থেকে আসুন তা এক নজরে জেনে নিই-

১। ভাতের বদলে আটার রুটি খান।

২। সঙ্গে রাখুন এক বাটি সবজি।

৩। সকালের প্রোটিনের চাহিদা পূরণ করতে সঙ্গে রাখতে পারেন মাংস কিংবা ডালের তরকারি।

৪।দ্রুত শরীরে এনার্জি বা শক্তি পেতে খেতে পারেন ডিম পোজ বা সিদ্ধ।

৫। রুটির সঙ্গে খেতে রাখতে পারেন সুজির হালুয়া। সুজিপ্রোটিন, ফাইবার এবং খনিজ পদার্থে সমৃদ্ধ। এটি খাবার দ্রুত হজম করে। পেশী গঠনেও কাজ করার পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

সম্ভব হলে সকালের নাশতার শেষে টক দই কিংবা ফল খাওয়ার অভ্যাস করুন।